দেশের পুঁজিবাজারে লেনদেন কমেছে

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-09 14:00:23

গেল ডিসেম্বর মাসে দেশের পুঁজিবাজারে শ্রীলঙ্কার থেকেও কম লেনদেন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর শাহবাগস্থ ঢাকা ক্লাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি আয়োজিত পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও করণীয় বিষয়ক সংবাদ সম্মেলনে এসব জানানো হয়।

মমিনুল ইসলাম বলেন, গেল ডিসেম্বর মাসে দেশের পুঁজিবাজারে শ্রীলঙ্কার থেকেও কম লেনদেন হয়েছে। পুঁজিবাজারে সবচেয়ে বড় পরিমাপক যেটা সেটা হচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা বাজারে কেমন আসছে। ভালো কোম্পানি গত ১০ বছরে পুঁজিবাজারে বিনিয়োগকারীর সংখ্যা ছিল একেবারেই কম। গত ১০ বছরে ৬০০ কোটি টাকার আইপিও হয়েছে।
তিনি বলেন, আমরা যদি কোন মিথ্যা আশ্বাস দিয়ে সুচককে উপরে নিয়ে যায় তাহলে আবার মার্কেটটা ধসে পরবে। বর্তমানে আমরা পুঁজিবাজারে এমন একটা পরিবেশ পেয়েছি যেখানে আমরা সকল স্টেকহোল্ডারদের নিয়ে একসাথে কাজ করার সুযোগ পাচ্ছি।

প্রধান পুঁজিবাজার হিসেবে ডিএসইতে যে ধরণের গবেষণা হওয়া দরকার, তা হচ্ছে না বলে জানিয়ে তিনি বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জকে গবেষণাধর্মী কাজে মনোযোগী হতে হবে ।

এসময় বিদেশি বিনিয়োগ কমার জন্য ফ্লোর প্রাইসকে দায়ী করে ডিএসই চেয়ারম্যান বলেন, দীর্ঘ দুই বছর শেয়ারদরের সর্বনিম্ন সীমা বেঁধে দেয়ায় আগ্রহ হারিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ বিনিয়োগ।

এ সম্পর্কিত আরও খবর