স্ত্রীসহ নিক্সন চৌধুরীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2025-01-09 17:06:31

ফরিদপুরের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী এবং তার স্ত্রী তারিন হোসেনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়।

নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং প্রায় ১৯.৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এই মামলা করা হয়েছে।

অভিযোগ অনুসন্ধানে দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দীনের নেতৃত্বে তিন সদস্যের একটি দল কাজ করেছে। এর আগে, আদালত নিক্সন ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়তার সুবিধা নিয়ে নিক্সন চৌধুরী ফরিদপুর-৪ আসনে প্রভাব বিস্তার করেন। তিনি আড়িয়াল খাঁ নদ ও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেন। এ ছাড়া, জমি দখল ও দলিল করানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, তিনি এবং তার পরিবার ফরিদপুরের ভাঙ্গা ও আশপাশের এলাকায় প্রায় ১১শ বিঘা জমি নিজেদের নামে দলিল করে নিয়েছেন।

এই মামলাগুলো নিয়ে আইনগত প্রক্রিয়া শুরু করেছে দুদক।

এ সম্পর্কিত আরও খবর