ইরানে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশীপ এবং ভারতে নারী কাবাডি বিশ্বকাপ। এ লক্ষ্যে প্রশিক্ষণ ক্যাম্পে ডাক পেয়েছেন বগুড়ার প্রতিভাবান দুই নারী খেলোয়াড়।
ডাক পেয়েছেন, বর্তমানে আউটসোর্সিংয়ে বাংলাদেশ পুলিশ নারী কাবাডি দলের হয়ে খেলা ইসরাত জাহান সাদিকা এবং বগুড়া করোনেশন ইনস্টিটিউশন এন্ড কলেজে এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী আছমিতা আক্তার ঐশী।
সাদিকা বগুড়া শহরের বৃন্দাবন উত্তর পাড়ার আব্দুল কাদের রনির মেয়ে ও ঐশী বগুড়া শহরের ফুলবাড়ি উত্তরপাড়ার আতাউর রহমানের মেয়ে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সাদিকা ও ঐশীর সাথে কথা বলে জানা যায়, তাদের দুইজনের ইচ্ছা ছিল জাতীয় দলের হয়ে খেলার, সেই স্বপ্ন ইনশাআল্লাহ পূরণ হতে যাচ্ছে। আর তারা এতে বর্তমানে এত খুশি যে অনুভূতি প্রকাশ করার মত নয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০-২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ইরানে নারী এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশীপ এবং মার্চে ভারতে নারী বিশ্বকাপ কাবাডি অনুষ্ঠিত হবে। নারী এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ ও নারী বিশ্বকাপ কাবাডিতে বাংলাদেশ নারী কাবাডি দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্ট দুটিতে ভালো ফলাফলের লক্ষ্যে আগামী ১০ জানুয়ারি ২০২৫ হতে ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে নারী কাবাডি দলের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হবে। সেখানে তাদের যোগ দিতে বলা হয়েছে।
কাবাডি ফেডারেশনের এ্যাড হক (আহ্বায়ক) কমিটি দেশের কাবাডির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বগুড়া কাবাডি অ্যাকাডেমির সভাপতি জাহিদ হাসান জানান, বগুড়ায় কাবাডি একাডেমি চালু হওয়ার পর থেকে বগুড়ায় কাবাডিতে ছেলেরা ও মেয়েরা অনেক এগিয়ে গেছে। বগুড়ার এ দুই নারী খেলোয়াড়ের আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণ জেলা তথা দেশের জন্য গর্বের বিষয়। আমরা তাদের সফলতা কামনা করি।