বাংলাদেশের আইন সহায়তার মডেল বাস্তবায়ন করবে উগান্ডা

বিবিধ, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-08-30 02:30:52

দরিদ্র ও অসহায় জনগণের জন্য সরকারি আইনগত সহায়তার মডেলকে নিজেদের দেশে বাস্তবায়ন করবে উগান্ডা।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের সঙ্গে মতবিনিময় শেষে উগান্ডার প্রতিনিধি দলের প্রধান অ্যারন বেসিজে সাংবাদিকদের এ কথা জানান।

অ্যারন বেসিজে জানান, আমাদের উগান্ডার বিচার ব্যবস্থা স্বাধীন। বাংলাদেশ সরকার যে আইন সহায়তা দরিদ্রদের দিয়ে থাকে সে বিষয়গুলো আমরা পর্যবেক্ষণ করতে এসেছি। আইন সহায়তা নিয়ে বাংলাদেশ সরকারের যেসব পদক্ষেপ রয়েছে, তা উগান্ডায় সরকারিভাবে বাস্তবায়ন করা হবে।

এ সম্পর্কিত আরও খবর