প্রাক্তন প্রধান নৌ-প্রকৌশলী নাজমুলের বিচার শুরু

বিবিধ, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম | 2023-09-01 00:02:45

ঘুষের পাঁচ লক্ষ টাকাসহ গ্রেফতার নৌ পরিবহন অধিদফতরের প্রাক্তন প্রধান প্রকৌশলী ও সার্ভেয়ার ড. এসএম নাজমুল হকের বিরুদ্ধে চার্জশিট গঠন করেছেন আদালত।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. শেখ গোলাম মাহবুব এ চার্জ গঠন করেন। এ সময় আসামিকে অব্যাহতির আবেদন নাকচ করে দেন তিনি। আগামী ৭ এপ্রিল মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়।

আসামি পক্ষের শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ মশিউর রহমান ও শাহীন আহম্মেদ। দুদকের পক্ষে শুনানি করেন মাহমুদ হোসেন জাহাঙ্গীর।
মামলা সূত্রে দেখা যায়, ২০১৮ সালের ১৭ জানুয়ারি মেসার্স সৈয়দ শিপিং লাইনসের একটি জাহাজের নকশা অনুমোদনের জন্য আসামি নাজমুল প্রতিষ্ঠানটির মালিকপক্ষের কাছে পনেরলাখ টাকা ঘুষ দাবি করেন।

এ কাজের জন্য তাকে প্রথমে ৫ লাখ টাকা দেওয়া হয়। কিন্তু বাকি টাকার জন্য চাপাচাপি করলে প্রতিষ্ঠানটি দুদককে বিষয়টি অবহিত করে। তাদের পরিকল্পনা অনুযায়ী গত বছরের ১২ এপ্রিল সেগুন বাগিচার একটি রেস্টুরেন্টে ঘুষের বাকি টাকা নেওয়ার সময় দুদকের জালে ধরা পড়েন তিনি।

এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ বাদী হয়ে ওইদিনই রাজধানীর রমনা থানায় এ মামলাটি দায়ের করেন।

 

এ সম্পর্কিত আরও খবর