ধামরাইয়ে মহাসড়কের পাশে মিলল যুবকের মরদেহ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2025-01-14 15:17:59

ঢাকা জেলার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধ ডুবন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কুল্লা ইউনিয়নের জয়পুরা বাসস্ট্যান্ডের পূর্ব পাশে খাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তবে প্রাথমিকভাবে মরদেহের পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কের পাশে রাস্তার ঢালের নিচে অর্ধ ডুবন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর