মেহেরপুরে ১৮ স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর | 2025-01-14 15:58:30

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত থেকে ১৮টি স্বর্ণের বারসহ নুর হোসেন (৪৮) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে ৬ বিজিবির একটি টহল দল তাকে আটক করতে সক্ষম হয়।

আটক নুর হোসেন ভারতের নদীয়া জেলার চাপড়া থানার হৃদয়পুর গ্রামের মৃত সোনাই শেখের ছেলে।

৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান জানান, আজ সকালে মুজিবনগর বিওপির টহল দল সীমান্ত পিলার আন্তর্জাতিক সীমানা পিলার ১০৪ এর ৫ সাব পিলার এলাকায় অবস্থান করছিল। এসময় বাংলাদেশের অভ্যন্তরে মুজিবনগর মাঠের পার্শ্ব থেকে আটক নুর হোসেন পায়ে হেঁটে সীমান্তের দিকে যেতে থাকে। বিজিবির টহল দল তাকে চ্যালেঞ্জ করলে ভারতের অভ্যন্তরে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহলদল তাকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার কোমরের সঙ্গে প্যান্টের ভেতর স্কচটেপ দ্বারা মোড়ানো ৩টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের ভেতর থেকে ২ কেজি ১৮ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার জব্দ করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।

আটক ভারতীয় নাগরিকের নামে মামলা দায়ের করে মুজিবনগর থানায় সোপর্দ করা হবে বলে জানান লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান।

এ সম্পর্কিত আরও খবর