বাসের যাত্রী বেশে মোবাইল চুরি, চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঢাকা | 2025-01-14 19:53:32

বাসের যাত্রী বেশে মোবাইল চুরি, চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

রাজধানী ঢাকার ব্যস্ততম সড়কে যাতায়াতের অন্যতম প্রধান বাহন বাসে যাত্রী বেশে উঠে অভিনব কৌশলে মোবাইল ফোন চুরি ও ছিনতাইকারী চক্রের পাঁচজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মিরপুর বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ এখলাস (২৭), মোঃ আলাউদ্দিন (৩২), মোঃ আল আমিন (২২), হৃদয় খান (২৬) ও মোঃ নাঈম (২৫)।

গতকাল সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ভাটারার একটি বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২৪টি ছিনতাইকৃত ও চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর ভাটারা থানার সুলমাইদের ফরাজী টোলা এলাকার একটি বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযানে ওই বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে চক্রের পাঁচজনকে বিভিন্ন ব্র্যান্ডের ২৪টি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি অভিনব ছিনতাইকারী ও চোর চক্র। এরা দলবদ্ধভাবে ঢাকার গণপরিবহন থেকে মোবাইল চুরি ও ছিনতাই করে থাকে। এদের দলের এক বা দুজন 'ঠেকম্যান' হিসেবে কৃত্রিমভাবে বাসে জ্যাম ও ঠেলাঠেলি শুরু করে।

একজনকে বলা হয় 'মেশিনম্যান', যে সম্পূর্ণ অভিযানের লিডার হিসেবে কাজ করে এবং টার্গেটকৃত ব্যক্তির কাছ থেকে মোবাইল চুরি বা ছিনতাই করে। পরেরধাপে থাকে ২/৩ জন 'পাসম্যান' যারা মেশিনম্যান মোবাইল নেয়ার সাথে সাথে তার কাছ থেকে পাস করে দূরে দাড়িয়ে থাকা 'ব্যাগম্যান' এর কাছে। 'ব্যাগম্যান' তার নিকট থাকা ব্যাগে মোবাইলগুলো জমা করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির ভাটারা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর

right arrow