নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ নয়

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-25 15:25:04

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) সরকারের আজ্ঞাবহ নয় এবং কমিশনের ওপরে কোনো চাপ নেই। গতকাল রোববার বিকেলে খুলনায় কমিশনের জেলা ও উপজেলা পর্যায়ের কমকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, সাংবিধানিক দায়িত্বের অংশ হিসেবে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। সবগুলো দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে অংশ নিতে পারে সে মোতাবেক নির্বাচন কমিশন কাজ করছে। নির্বাচনে সেনা মোতায়েনের দাবির বিষয়ে তিনি বলেন, নির্বাচনের এখনো অনেক দেরি, সময় এলে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে। পরে  প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নগরীর বয়রায় জেলা নির্বাচন কার্যালয়ে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। সভায় সভাপতিত্ব করেন যুগ্মসচিব মোস্তফা ফারুক।

এ সম্পর্কিত আরও খবর