মানিকগঞ্জে অসুস্থ বৃদ্ধাকে জবাই করে হত্যা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2025-01-15 13:14:10

মানিকগঞ্জের ঘিওরে লায়লা আরজু (৬২) নামে এক ক্যান্সার আক্রান্ত বৃদ্ধাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে এই ঘটনাটি ঘটে। দুই সন্তানের জননী লায়লা আরজু ওই এলাকার সেকেন্দার হোসেনের স্ত্রী।

নিহতের স্বামী সেকেন্দার আলী জানান, ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে বাসায় রেখে তিনি সকাল ৭টার দিকে কাঁচা বাজার করতে বের হয়। সকাল ৮টার দিকে বাসায় এসে স্ত্রীর রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন।

তার ধারণা কে বা কারা বাসায় প্রবেশ করে তার স্ত্রীকে গলা কেটে জবাই করে হত্যা করেছে। খবর পেয়ে ঘিওর থানার পুলিশসহ ডিবি কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি উদ্ঘাটনের চেষ্টা করছেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকাল পৌনে ৮টার দিকে এক বা একাধিক দুর্বৃত্তরা সেকেন্দার আলীর স্ত্রীকে জবাই করে হত্যা করছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর