চুয়াডাঙ্গায় কাস্টমস কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা | 2025-01-15 14:58:46

চুয়াডাঙ্গায় কাস্টমস কর্মকর্তার ঘুষ দাবি ও ব্যবসায়ীকে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত দোকান বন্ধ রেখে শহরের বড় বাজারে বিক্ষোভ ও মানববন্ধন করেন ব্যবসায়ীরা। এসময় বড় বাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিরে পড়েন অসংখ্য মানুষ।

বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধনে বক্তব্য দেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইয়াকুব হোসেন মালিক, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের জগলু, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দারল ইবু, ব্যবসায়ী নেতা ফারুক হাসান মালিক, মাহাবুবুর রহমান রিংকু, হাজী চান্নু মিয়া, হাজী সেলিম প্রমুখ।

মানববন্ধনে ব্যবসায়ীরা আল্টিমেটাম দিয়ে বলেন, আগামী ১৫ দিনের মধ্যে অসাধু কাস্টমস কর্মকর্তা রাকিবুল হাসানের অপসারণ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এর আগে গত ৬ জানুয়ারি যশোর কাস্টমস প্রিভেনটিভ টিম চুয়াডাঙ্গার মেসার্স বঙ্গ পিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজে তল্লাশি চালায়। অতিরিক্ত কমিশনার রাকিবুল হাসানের নেতৃত্বে কাস্টমস টিম বঙ্গ পিভিসির মালিক সেলিম হোসেনের কাছে ৫০ লাখ টাকা ঘুষ দাবি করে। মালিক এই টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করে। এবং মূল্যবান কাগজপত্র তছনছ করে। ঘটনার পরদিন ফ্যাক্টরির মালিক অপমানে প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেন। এতে কর্মহীন হয়ে পড়েন প্রতিষ্ঠানের শতাধিক শ্রমিক-কর্মচারী।

এ সম্পর্কিত আরও খবর