যেসব সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত হবে, অন্তর্বর্তী সরকার ততটুকুই বাস্তবায়ন করতে চায় বলে জানিয়েছেন আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রত্যাশিত সংস্কার করতে আগামী বছরের জুন মাস পর্যন্ত সময় লাগবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে।
আগামী নির্বাচনের আগেই ট্রায়াল কোর্টে জুলাই গণহত্যার বিচার শুরু হবে বলেও জানান আইন উপদেষ্টা।