ছোট ছোট সচেতনতাই গড়তে পারে পরিচ্ছন্ন নগরী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 12:19:40

ছোট ছোট সচেতনতা এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় একটা পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব বলে মনে করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

তিনি বলেছেন, ‘আমাদের মাত্র ৪৫ স্কয়ার কিলোমিটার জায়গায় প্রায় সোয়া কোটি লোকের বসবাস। ঢাকা শহরে প্রতি বর্গ কিলোমিটার জায়গায় দুই লাখ লোক বসবাস করে, যা পৃথিবীর অনান্য শহরের তুলনায় অনেক বেশি। তাই স্বাভাবিকভাবেই এখানে সবাই যদি অল্প করেও রাস্তায় ময়লা ফেলে তাহলে শহর খুব অল্পতেই নোংরা হয়ে যায়। কিন্তু এসব ময়লা একটা নির্দিষ্ট জায়গায় ফেলা সম্ভব যদি আমরা সচেতন হই।’

বুধবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর লালবাগ কেল্লার সামনে ‘পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালি-২০১৯’ উদ্বোধনকালে এই কথা বলেন তিনি৷

মেয়র বলেন, ‘আমাদের মা বোনেরা যদি রান্নাবান্না শেষে তাদের রান্নাঘরের ময়লা আবর্জনা রাস্তায় ছুড়ে না ফেলে সিটি করপোরেশনের নির্দিষ্ট কন্টেইনারে ফেলে, তাহলে আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা সহজেই তা পরিষ্কার করে ফেলতে পারে। এই সামান্য সচেতনতাই পারে আমাদের ঢাকা শহরের পরিবেশকে ভাল রাখতে।’

সাংস্কৃতিক ব্যক্তিত্ব শমী কায়সার বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে যে কাজ শুরু হয়েছে আমি তার শুভ কামনা করছি। পরিচ্ছন্ন ঢাকা মানেই আমাদের ঢাকা, এটি আমাদের প্রাণের ঢাকা। আমারা আমাদের যে যার জায়গা থেকে ঢাকাকে পরিচ্ছন্ন রাখার জন্য কাজ করে যাব।’

পরে এক র‍্যালি লালবাগ কেল্লা থেকে শুরু হয়ে বালুরঘাট এলাকায় গিয়ে শেষ হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মো. দেলোয়ার হোসেন, ২৪ নং ওয়ার্ডের কাউন্সিল মোকাদ্দেস হোসেন জাহিদ সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

এ সম্পর্কিত আরও খবর