বাংলাদেশে বিনিয়োগ করতে চায় অস্ট্রিয়া

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 05:44:32

বাংলাদেশে ব্যাপক আকারে বিনিয়োগ করতে চায় পূর্ব ইউরোপের দেশ অস্ট্রিয়া।

বুধবার (২০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এ কথা জানান অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী কারিন কেনেসি।

এর আগে, ১৯ ফেব্রুয়ারি ঢাকায় এসেছেন অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রী কারিন কেনেসি। পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে তিনদিনের সফরে ঢাকায় আসেন তিনি।

বৈঠক শেষে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী কারিন কেনেসি বলেন, 'বাংলাদেশের প্রধানমন্ত্রী অর্থনৈতিক উন্নয়নের জন্য ডিজিটালাইজেশনের যে উদ্যোগ নিয়েছে তা তার প্রাজ্ঞতামূলক চিন্তার ফসল। ডিজিটালাইজেশনের এই উদ্যোগ অর্থনীতির যাত্রাকে নতুন মাত্রায় পৌঁছে দিবে।'

তিনি আরও বলেন, 'অস্ট্রিয়ার প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের ওষুধ, দক্ষ মানব সম্পদ উন্নয়ন, শিল্পস্থাপনসহ একাধিক খাতে বিনিয়োগ করতে চায়।'

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, 'আমরা খুবই আনন্দিত যে অস্ট্রিয়ান মন্ত্রী একটি বড় প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফরে এসেছেন। তার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অনেকগুলো বিষয় আলোচনা করেছি, যাতে প্রধানমন্ত্রীর ঘোষণা করা উন্নয়নের রোডম্যাপ অর্জন করতে পারি। আমরা যাতে ২০২১ সালে মধ্য আয়ের দেশে এবং ২০৪১ সালে সোনার বাংলা গড়তে পারি, সে জন্য বিভিন্ন পর্যায়ের বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানো প্রয়োজন। এই বাণিজ্য এবং বিনিয়োগ কীভাবে বাড়ানো যায়, অস্ট্রিয়া আমাদের বহু আগের বন্ধু-প্রতিম দেশ, অস্ট্রিয়া আমাদের সাহায্য করতে এসেছেন।'

তিনি আরও বলেন, 'আমরা ঢাকা-ভিয়েনা সরাসরি বিমান সেবা চালু করার প্রস্তাব দিয়েছি। এর বাইরে আমরা শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন, বিদ্যুৎ উৎপাদন বিষয়ে তাদের সহায়তা চেয়েছি। তারা রাজি হয়েছেন যে আমাদের এইসব বিষয়ে সহযোগিতা করবেন।'

অস্ট্রিয়ার মন্ত্রী বলেন, 'বাংলাদেশের জনগণ অর্থনৈতিক খাতে যে অগ্রগতি করেছে তা প্রকৃত অর্থেই প্রশংসনীয়। এই অনবদ্য অর্থনৈতিক উন্নয়নের ফলে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। আমি বাংলাদেশ সফরের মধ্য দিয়ে এশিয়া অঞ্চল সফর শুরু করেছি।'

ঢাকা-ভিয়েনা বিমান সেবা প্রসঙ্গে তিনি বলেন, 'ভিয়েনার সঙ্গে ঢাকা বিমান সেবা চালুর যে প্রস্তাব দিয়েছে তা চূড়ান্ত পর্যায়ে, যে কোনো সময় স্বাক্ষর করা হতে পারে।'

রোহিঙ্গা ইস্যুতে অস্ট্রিয়ার অবস্থান ইউরোপীয় ইউনিয়নের মতোই উল্লেখ করে কারিন কেনেসি বলেন, 'এই সঙ্কট কাটাতে আমরা অর্ধেক মিলিয়ন ইউরো মানবিক সহায়তা হিসেবে দিচ্ছি।’

এক প্রশ্নের জবাবে অস্ট্রিয়ার মন্ত্রী কারিন কেনেসি বলেন, ‘আমি বাংলাদেশে আসার আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে পড়াশোনা করেছি। বিশেষ করে বাংলা ভাষার ইতিহাস এবং যারা এই ভাষার জন্য প্রাণ দিয়েছে তাদের সম্পর্কে।'

বৈঠক শেষে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-অস্ট্রিয়া বিজনেস ফোরামের সেমিনারে যোগ দেবেন। ঢাকায় মহান শহীদ দিবসের অনুষ্ঠানেও যোগ দেবেন অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী। সফর শেষে আগামী ২১ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করবেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর