১০ ট্রাক অস্ত্র মামলায় চট্টগ্রাম থেকে কারামুক্ত কে এম এনামুল

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2025-01-16 16:29:29

চট্টগ্রামে আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় খালাস পাওয়ার পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন) কে এম এনামুল হক।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার ইব্রাহিম রাজু জানান, ‘উচ্চ আদালতের রায়ে অস্ত্র মামলায় খালাস পেয়েছেন কে এম এনামুল হক। রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়েছে।’

একই মামলায় কাশিমপুর ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আরও পাঁচজন। এছাড়া, সাজা কমানোর কারণে জাতীয় পার্টির নেতা হাফিজুর রহমান কয়েক মাসের মধ্যেই মুক্তি পাবেন বলে জানা গেছে।

এ সম্পর্কিত আরও খবর