ঘোষণাপত্রের আকার ছোট করার পরামর্শ দিয়েছে এবি পার্টি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-16 19:55:05

সরকারের পক্ষ থেকে উপদেষ্টা মাহফুজ আলম জুলাই গণঅভ্যুত্থানের খসড়া পাঠিয়েছিলেন, তার প্রেক্ষিতে ঘোষণাপত্র নিয়ে আমরা একটি লিখিত পরামর্শ দিয়েছি।সেখানে ঘোষণাপত্রের আকার ছোট করার পরামর্শ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় বৈঠক শেষে বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, ঐতিহাসিক দলিল তৈরিতে উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানায় এবি পার্টি। শব্দে শব্দে সবদলের একমত হওয়া কঠিন বা দরকারও নেই। আমাদেের প্রক্রিয়ায় একমত হওয়া দরকার। কোন প্রক্রিয়া অনুসরণ করে গণঅভ্যুত্থানের ফরমান লিখিত হবে। সকল দল তা সম্মতির ভিত্তিতে গ্রহণ করবে স্বাধীনতার ঘোষণাপত্রের মতো।

ঘোষণাপত্র তৈরিতে সংবিধান সংস্কার কমিশন বা অন্যকোন কমিটি বা কমিশনকে দায়িত্ব দেওয়ার পরামর্শ বিভিন্ন রাজনৈতিক দল থেকে দেওয়া হয়েছে বলেও জানান ফুয়াদ।

তিনি বলেন, উপদেষ্টমন্ডলী রাজনৈতিকদলগুলোর পরমার্শকে যৌক্তিক মনে করেছেন। কাঠামোতে সবার একমত হওয়া দরকার। কারণ বড় ডকুমেন্টে দ্বিমতের সুযোগ বেশি আসবে।

এ সম্পর্কিত আরও খবর