চকবাজারে অগ্নিকাণ্ডে দগ্ধ ১৬, আহত অর্ধশতাধিক

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-23 00:01:27

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ওয়াহিদ ম্যানশন ভবনে লাগা আগুনে দগ্ধ হয়েছেন ১৬ জন। এছাড়া আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি আছেন ৬২ জন।

বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার পর থেকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসতে শুরু করেন দগ্ধ ও আহতরা। বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পুলিশের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া। এছাড়া, মিটফোর্ড হাসপাতালেও ভর্তি আছেন কয়েকজন।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে তারা ধারণা করছেন গাড়ির সিলিন্ডার বিস্ফোরণের মধ্য দিয়ে আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে পাশের ভবনে আগুন লেগে যায়। ওই ভবনের দ্বিতীয় তলায় বিপুল পরিমাণ কেমিক্যালের মজুত ছিল। যার কারণে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিটের ২৫০ জন ফায়ার ফাইটার আগুন নেভানোর কাজ করছে।

এদিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. হোসাইন ইমাম জানান, সুজন (৪০) , মাহমুদ (৫৭), সেলিম (৪৫), আনোয়ার (৫০), মোস্তাফিজ (৪০), জাহিদুল (২৮), রামিম (১২), সালাউদ্দিন (৫০), মোজাফ্ফর হোসেন (৩২), সোহাগ (২৬), সোহান (৩৫), ফজর আলী (২৫), হেলাল (২৫), রেজাউল (২১), জাকির হোসেন (৫০), ইভান (৩০) দগ্ধ অবস্থায় ঢামেকে ভর্তি হয়েছেন।

এছাড়া আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে রয়েছেন- আলামিন, রিমন, সিয়াম, রেজাউল, বাবুল, শহিদ, শহিদুল্লাহ, শামীমুর রহমান, সাইফুল, সালাউদ্দিন, লামিম, আনোয়ার, পলাশ, জাহাঙ্গীর, সালাম, রবিউল, মঞ্জুরুল আলম।

এ সম্পর্কিত আরও খবর