আমার ভাইয়ের পোড়া লাশটাই এনে দে!

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-30 13:36:55

ঢাকা মেডিকেলের মর্গ এখন স্বজন হারানোর আর্তনাদ আর কান্নার রোল পড়েছে। ভাই হারানো বোন জানে আগুন তার ভাইয়ের শরীরের কিছুই রাখেনি। তবুও মর্গের প্রধান ফটকের সামনে তাই গড়াগড়ি খাচ্ছেন আর বিলাপ করে বলছেন, 'আমার ভাইয়ের পোড়া লাশটাই এনে দে, আমি আর কিছু চাই না।'

বৃহস্পতিবার (২১ শে ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজের মর্গে সামনে ভাই হারানো বোনের এমন আর্তনাদ শোনা যায়।

বোন সুমাইয়া আজিজ পেশায় একজন অ্যাডভোকেট। চকবাজারে গতকাল যে বহুতল ভবনে একাধিক তালা পুড়ে গেছে, সেখানকার একটি তলায় খান এন্টারপ্রাইজ নামে ব্যবসা করতেন ছোট ভাই আনিসুর খাঁন। 'বিস্ফোরণের আগুন যখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। তখন ছটফট করে এদিক ওদিক বের হওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত বের হতে পারেননি ভাই', এমনটা বলছেন বোন।

আগুন নিয়ন্ত্রণের পর সকালের দিকে যখন ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনের ঐ খান এন্টারপ্রাইজ থেকে দুটি লাশ উদ্ধার করে। তখন বড় বোন তার ভাইয়ের লাশ শনাক্ত করতে চায়। তবে সংশ্লিষ্ট ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, 'লাশের যে অবস্থা এতে লাশ সনাক্ত ভুল হবে।'

পরে লাশের গাড়ি যখন ঘটনাস্থল থেকে মর্গের দিকে ছুটছিল পেছন পেছন চলে এসেছে বোন। ছোট ভাইয়ের লাশ মর্গের পাঠাতে দিবেন না বোন।

দুজন ফায়ার ফাইটার সদস্য লাশের প্যাকেট ধরে ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করছে। তখন বোন চিৎকার করে বলছেন, 'এটাই আমার ভাইয়ের লাশ। আমার ভাইয়ের পোড়া লাশটায় এনে দে, আমি বাড়ি নিয়ে যাবো।'

আজকে ঢাকা মেডিকেলের মর্গের সামনে আরও ১০/৫ টি ঘটনার মধ্যে এটি একটি ঘটনা। এখানে প্রত্যেক জন তার প্রিয়জনের লাশ শনাক্ত করতে এসেছে।

বহু দিনের পরিচিত মুখটা আজ অপরিচিত হয়ে গেছে। প্রিয়জনকে চিনতে না পারার বেদনা সহ্য করা সত্যি কঠিন!

এ সম্পর্কিত আরও খবর