মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা: সোহেল মাহমুদ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-25 18:40:01

পুরান ঢাকার চুড়িহাট্টায় ভবনে লাগা আগুনের ঘটনায় মৃতের সংখ্যা এখন পর্যন্ত দাঁড়িয়েছে ৭০ জনে।

দগ্ধ এই মরদেহের সবগুলো স্বাভাবিক সনাক্তকরণ সম্ভব নয়। ১০০% পুড়ে যাওয়া লাশের জন্য প্রয়োজন ডিএনএ টেস্ট।

বৃহস্পতিবার (২১ শে ফেব্রুয়ারি) পুরান ঢাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ শনাক্ত করার বিষয়ে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ।

সোহেল মাহমুদ বলেন, 'চুরিহাট্রায় অগ্নিদগ্ধে নিহত যাদের মরদেহ ১০০% পুড়ে গেছে। তাদের দেখে শনাক্ত করা সম্ভব নয়। এমন মরদেহে ডিএনএ পরীক্ষা করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।'

এদিকে বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে ওয়াহিদ ম্যানশন ভবনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের ২৫০ জন ফায়ার ফাইটার।

এ সম্পর্কিত আরও খবর