প্রভাতফেরি থেকে বইমেলায়

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম | 2023-08-27 21:02:17

সকাল সকাল বইমেলায় ঠাসা ভিড়। বইমেলার বিগত দিনের তুলনায় ব্যতিক্রম দৃশ্য। এর আগে সকালবেলা মেলার এমন চিত্র দেখা যায়নি। শোক দিবসের সকালে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ভোর থেকে মানুষের ঢল নামে। সেই প্রভাতফেরি থেকে শ্রদ্ধা শেষে বইমেলায়  ঢু মারছেন দর্শনার্থীরা।

বন্ধুদের সঙ্গে শহীদ মিনারে প্রভাতফেরিতে এসেছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. মুস্তাকিম। শহীদের প্রতি শ্রদ্ধা শেষে গ্রন্থমেলা এসেছেন ক্ষুদে এই পাঠক। মেলা থেকে রহস্য উপন্যাস এবং ছড়ার বই সংগ্রহ করবে বলে জানিয়েছে মুস্তাকিম।

একই স্কুলের শিক্ষার্থী নাইম হোসেন মাহীও বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছে বইমেলায়। বাংলা একাডেডির বর্ধমান ভবন এলাকায় কথা হয় তার সাথে।

এ বছরে প্রথমবারের মত  এ মেলায় এসেছেন পুরান ব্যবসায়ী পলাশ মন্ডল। কিনেছেন ঝিনুক প্রকাশনীর কবিতার বই 'সোনার তরী' ।

প্রকাশনা সংস্থা 'গল্পকার' এর বিক্রেতা বদরুল ইসলাম জানান, অন্যান্য বছরে ২১ ফেব্রুয়ারি সকাল থেকেই মেলায় দর্শনার্থীদের ভিড় লেগে থাকে। কিন্তু এ বছরেও ভিড় বাড়তে শুরু করেছে।

অমর একুশে গ্রন্থমেলার তথ্য কেন্দ্রের তথ্য অনুযায়ী, গতকাল ২০ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৩ হাজার ৬৭ টি বই মেলায় এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১২ টা পর্যন্ত শতাধিক নতুন বই এসেছে মেলায়।

 

এ সম্পর্কিত আরও খবর