রাজধানীর চকবাজারের ওয়াহিদ ম্যাশনে অগ্নিকাণ্ডে নিহতদের মৃত্যু থেকে নির্মম মৃত্যু আর হতে পারে না বলে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থলে পরিদর্শনে শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
কাজী রিয়াজুল হক বলেন, আবাসিক এলাকায় বাণিজ্যিক কর্মকাণ্ড চলতে পারে না। এছাড়া আবাসিক এলাকায় কোনোভাবে বিস্ফোরক কোনো উপাদানের কারখানা স্থাপন করা যাবে না। এখানে যারা নিহত হয়েছেন এর থেকে নির্মম মৃত্যু হতে পারে না।
পুরান ঢাকার বিষয়ে সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিৎ বলে জানিয়ে তিনি বলেন, এলাকাগুলো নিয়ে সরকারের কাজ করা উচিৎ। সরকারের উচিৎ দ্রুত ব্যবস্থা গ্রহণ করা। সাময়িক কিছু সমস্যা স্থানীয় বাসিন্দাদের হবে। তবে তাদের পুর্নবাসনের কাজ সরকারকেই করতে হবে।
জাতীয় মানবাধিকার কমিশন এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করবে জানিয়ে তিনি বলেন, আমরা তদন্ত কমিটি গঠন করে তদন্ত করে দেখব যে এখানে কারো গাফেলতি আছে কিনা। আমি রোববার ঢাকার বাহিরে থাকব। তাই আগামী সোমবার একটি তদন্ত কমিটি গঠন করব। তদন্ত শেষে আমরা সরকারকে এই প্রতিবেদন দিব।