২০ জনের লাশ হস্তান্তর

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 18:00:23

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় আগুনে নিহতদের লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করছে ঢাকা জেলা প্রশাসন। একই সঙ্গে হস্তান্তরকৃত নিহতের প্রতিটি পরিবারকে লাশ দাফনের জন্য ২০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টা থেকে বিকেল ৪টা ৫০ মিনিট পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে ২০ জনের লাশ হস্তান্তর করা হয়েছে বলে ঢাকা জেলা প্রশাসন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসনের সিনিয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার মো.ইমরুল হাসান বার্তা২৪.কমকে বলেন, ‘এখন পর্যন্ত আমাদের হাতে ৬৭টি লাশ এসেছে। এর মধ্যে ৩৭ জনের লাশ শনাক্ত করা হয়েছে। এছাড়া ২০ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় আগুন লাগে চকবাজারের ওয়াহেদ ম্যানসনে। ওই ভবনে থাকা কেমিক্যালের গোডাউন থাকার কারণেই মূলত আশপাশের ভবনগুলোতে আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। এখন পযর্ন্ত ৭০ জন অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন বলে জানা গেছে।

এ সম্পর্কিত আরও খবর