চকবাজারের অগ্নিকাণ্ড: নিখোঁজ হাসান সারোয়ার

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 21:58:23

মায়ের জন্য ওষুধ আনতে গিয়ে আর বাসায় ফেরেননি পুরান ঢাকার রহতমগঞ্জের ৪১নং হাজী বালু রোড এলাকার বাসিন্দা হাসান সারোয়ার।

গাড়ির পাসের এই ব্যবসায়ী বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে মায়ের ওষুধ কিনতে বাসা থেকে বের হন। চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় বন্ধুদের সঙ্গে চা পান করা করছিলেন তিনি। কিন্তু অগ্নিকাণ্ডের পর আর বাসায় ফেরেননি।

তাকে খুঁজতে স্ত্রী, মা ও বোনসহ স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিট, মর্গ এবং চকবাজার এলাকায় ঘোরাঘুরি করছেন। থানায় জিডিও করেছেন তারা।

নিখোঁজ সারোয়ারের চাচাতো ভাই আবু কালাম ঢামেকের সামনে বার্তা২৪.কমকে বলেন, আমার চাচি অসুস্থ ছিলেন। তার ওষুধ আনতে রাতে বের হয় সারোয়ার। কিছুক্ষণ পর অগ্নিকাণ্ডের খবরে আসে। তখনই তার সঙ্গে ফোনো কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়। এখনও ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, বুধবার (২০ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় দিকে চকবাজারের ওয়াহেদ ম্যানসনে আগুন লাগে। ওই ভবনে থাকা কেমিক্যালের গোডাউন থাকার কারণেই মূলত আশপাশের ভবনগুলোতে আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত ৭০ জন অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

এ সম্পর্কিত আরও খবর