সংস্কার শুরুর ৬ বছর পর রাস্তাটির কার্পেটিং

রাজশাহী, জাতীয়

হাসান আদিব, ডিস্ট্রিক্ট করেসপন্ডেট, রাজশাহী, বার্তা২৪.কম | 2023-09-01 23:58:51

রাস্তাটির দৈর্ঘ্য মাত্র ৬০০ মিটার। সংস্কার কাজ শুরু হয়েছিল ২০১৩ সালে। বছর বছর শুষ্ক মৌসুমে ইট-খোয়া ফেলা হয়েছে। আর বর্ষা মৌসুমে সেটা বিলীন হয়েছে। কিন্তু কার্পেটিং হয়নি। তাই রাস্তাটি নিয়ে মানুষের ছিল সীমাহীন দুর্ভোগ। অবশেষে ছয় বছর পর রাস্তাটির কার্পেটিংয়ের কাজ শুরু হয়েছে।

রাজশাহী মহানগরীর সাগরপাড়া থেকে রাণীবাজার পর্যন্ত এই রাস্তাটি গেল ছয় বছর ধরেই নগরবাসীর কাছে ছিল এক দুর্ভোগের নাম। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাস্তাটির কার্পেটিং কাজ শুরু হয়। পরে কাজ পরিদর্শনে যান রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি কাজের গুণগত মান ও কাজের অগ্রগতিসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন।

সিটি করপোরেশন সূত্র জানায়, রাস্তাটি ছিল অপ্রশস্ত। তাই ৪২ ফুট পর্যন্ত রাস্তাটির প্রস্থ বৃদ্ধি করে সংস্কার কাজ শুরু হয় ২০১৩ সালে। চারটি অংশের একটি হিসেবে রানীবাজার-সাগরপাড়া সড়কটির নির্মাণ কাজ শুরু হয়। প্রকল্পের নাম ‘রাজশাহী মহানগরীর উপশহর মোড় থেকে সোনাদীঘি মোড় এবং মালোপাড়া মোড় থেকে সাগরপাড়া মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন’।

প্রকল্পের একেবারে শেষের অংশ হিসেবে রানীবাজার-সাগরপাড়া সড়ক নির্মাণের কাজ শুরু হয়। কাজটি শুরু করে ‘বিসমিল্লাহ ট্রেডারস’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০১৭ সালের ডিসেম্বরে কাজের মেয়াদ শেষ হয়। কিন্তু নানা জটিলতায় কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে দুর্ভোগ নিত্যসঙ্গী হয়ে দাঁড়ায় সাগরপাড়া, তুলাপট্টি, রানীবাজারসহ আশপাশের মহল্লার বাসিন্দাদের।

তবে ২০১৮ সালের ৫ অক্টোবর মেয়র হিসেবে দ্বিতীয়বারের মতো নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন দায়িত্বগ্রহণের পর রাস্তাটির কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। পরে নতুন করে ঠিকাদার নিয়োগ দেয়া হয়। এবার কাজটি পায় ‘রিথিন এন্টার প্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠান। তারা রাস্তাটিতে আবার নতুন করে ইট-খোয়া ফেলে কার্পেটিং শুরু করলো।

সড়ক নির্মাণ প্রকল্পের পরিচালক সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, 'সড়কটি নির্মাণ করার জন্য ওই এলাকার প্রায় ৯০টি বাড়ি ভেঙে জমি অধিগ্রহণ করতে হয়েছে। প্রতিস্থাপন করতে হয়েছে বৈদ্যুতিক খুঁটিও। এসব কাজেই বেশ সময় চলে গেছে। তবে দুএকদিনের মধ্যেই কার্পেটিং কাজ শেষ হবে। এতে মানুষের দুর্ভোগেরও শেষ হবে।'

এ সম্পর্কিত আরও খবর