চকবাজারে অগ্নিদগ্ধ ৫ জন আইসিইউতে

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-26 12:21:20

রাজধানীর চকবাজারে আগুনে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি ৯ জনের ৫ জনকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন সাংবাদিকদের এই তথ্য জানান।

ডা. সামন্তলাল সেন বলেন, আমি প্রথম দিন থেকেই বলছি, আমাদের এখানে ৯ জন রোগী আছে। ৯ জনের একজনও আশঙ্কামুক্ত না। আমরা সবাইকে আইসিইউতে ট্রান্সফারের চিন্তা করছি। অলরেডি আমরা পাঁচজনকে ট্রান্সফার করেছি, আর চারজন আছে।'

তিনি বলেন, আইসিইউতে অনেক মুমূর্ষু রোগী আছে। যে কয়জনকে শিফট করা যাবে, তাদেরকে শিফট করে আমরা এই রোগীদের প্রাধান্য দিব।

রোগীদের অবস্থা সম্পর্কে এই চিকিৎসক বলেন, সেই প্রথম থেকে একই কথা বার্ন ইউনিটে প্রথম ৪৮ ঘণ্টা কিন্তু কিছু বলা যাবে না কেউ ঝুঁকিমুক্ত না। আগেও বলছি, এখনো বলছি। কেমিক্যাল বার্ন কোনো সময় সুপারফিসিশাল বার্ন হয় না ডিপ বার্ন হয়। এই রোগীদের সবারই শ্বাসনালী পুড়ে গিয়েছে।

বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, আইসিইউতে পাঠানো রোগীদের মধ্যে সোহাগ (২৫) এর পোড়া ৬০ শতাংশ, রেজাউলের (২১) ৫১ শতাংশ, জাকিরের (৩৫) ৩৫ শতাংশ, মোজাফফরের (৩২) ৩০ শতাংশ এবং আনোয়ারের (৫৫) শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে।

অন্য চারজন হেলালের (১৮) পোড়া ১৬ শতাংশ, সেলিলের (৪৪) ১৪ শতাংশ, মাহমুদুলের (৫২) ১৩ শতাংশ এবং সালাহউদ্দিনের (৪৫) শরীরের ১০ শতাংশ পুড়েছে বলে চিকিৎসকরা জানান।

 

এ সম্পর্কিত আরও খবর