বিদেশি পাখির আতিথেয়তা

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-09-01 17:31:56

'খাঁচার পাখি পুষে যারা, মাদক ও সন্ত্রাসমুক্ত থাকে তারা'—এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় দু'দিনব্যাপী বিদেশি পোষা পাখির প্রদর্শনী শুরু হয়েছে।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে খুলনা এভিকালচার বার্ড ব্রিডার্স সোসাইটি আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। বিদেশি পাখি প্রদর্শনীতে প্রায় ৩০ প্রজাতির পাখি আনা হয়েছে। ৩য় বারের মতো বিদেশি পোষা পাখির এ প্রদর্শনীতে স্থান পেয়েছে ২০ জন শৌখিন পাখি পালনকারীর ৩০ প্রজাতির প্রায় ৪০০ পাখি। এসব পাখি দেখে মুগ্ধ হচ্ছেন নানা বয়সী মানুষ।

খুলনা এভিকালচার বার্ড ব্রিডার্স সোসাইটির সভাপতি সাব্বির আহমেদ মুন্নার সভাপতিত্বে প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

পাখি প্রদর্শনীর এসব পাখির মধ্যে উল্লেখযোগ্য হলো, স্পেঞ্জেল বাজরিগার, লুটিনো ককাটেল, হোয়াইট ফেস পাল ককাটেল, রেইনবো লরিকিট, বস্নু অ্যান্ড গোল্ড ম্যাকাউ, গ্রে প্যারোট, জেন্ডে কনুর, সান কনুর, পাইন অ্যাপেল কনুর, ককাটেল প্যারাকিট, ক্রিস্টেড পিজিওন, লংটেল ফিন্সেস, গোল্ডিয়ান ফিন্সেস, জাভা স্প্যারো, টার্কোজিয়ান, ইস্টার্ন গোল্ডেন রোজিলা, অ্যালবিনো রিং নেক প্যারাকিট, লুটেনু রিং নেক প্যারাকিট, রেজার সালফার ক্রিস্টেট ককাডু, সাদা টিয়া, হলুদ টিয়াসহ বিভিন্ন প্রজাতির কাকাতুয়া ও লাভ বার্ড প্রভৃতি।

প্রদর্শনী চলবে শনিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টা পর্যন্ত। প্রদর্শনীর পাশাপাশি শনিবার পাখি বিক্রিও করা হবে। কোনো প্রবেশ মূল্য ছাড়াই প্রদর্শনীতে ঢুকতে পারছেন দর্শনার্থীরা। একসঙ্গে এতো বিদেশি পাখি দেখে মুগ্ধ আগতরা। নতুন নতুন পাখির সঙ্গে পরিচিতও হন তারা।

দুপুরে সরেজমিনে পাখি প্রদর্শনীতে গিয়ে দেখা যায়, বিদেশি পাখির প্রদর্শনী দেখতে অসংখ্য নারী-পুরুষসহ শিশুরাও এসেছে এখানে। সবাই পাখি দেখে মুগ্ধ। অনেকে ছবি তুলছেন, আবার কেউ কেউ তুলছেন সেলফি। তরুণ-তরুণীরাও ভিড় করছেন এখানে।

আয়োজক সাব্বির আহমেদ মুন্না বার্তা২৪.কম কে বলেন, বিদেশি পাখি পালনকারী ৪৯ জন ৩ বছর আগে খুলনা এভিকালচার বার্ড ব্রিডার্স সোসাইটি গড়ে তোলে। বিদেশি পাখি পুষলে বেকার যুবকদের কর্মসংস্থান হবে। পাখি নিয়ে সময় কাটালে কেউ মাদকাসক্তের দিকে ঝুঁকবে না। প্রদর্শনীতে অস্ট্রেলিয়া, ব্রাজিল, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের পাখি প্রদর্শন করা হচ্ছে। মানুষকে আনন্দ দেওয়ার জন্য খুলনায় এ ধরনের আয়োজন।

এ সম্পর্কিত আরও খবর