আমরা বেঁচে থাকার অধিকার চাই

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম | 2023-08-25 14:25:15

সুন্দরভাবে বাঁচতে চাই, আর কোনো মৃত্যুর মিছিল দেখতে চাই না। এমন দাবিতে মানববন্ধন করেছেন পুরান ঢাকার চকবাজার এলাকাবাসী।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে চকবাজারের উর্দুরোডের মোড়ে থানা ছাত্রলীগের আয়োজিত এক মানবন্ধনে অংশ নিয়ে এলাকাবাসী এমন দাবির কথা জানান।

মানবন্ধনে চকবাজার ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন মুন্না বলেন, 'এমন ঘটনা কারো জন্য কাম্য নয়। আজ যদি এলাকায় কেমিক্যালের কারখানা না থাকতো তাহলে এমন পরিস্থিতির শিকার হতাম না আমরা। আমরা যদি নিমতলী থেকে শিক্ষা নিতাম তাহলে আর কোনো মৃত্যুর মিছিল আমাদের দেখতে হতো না।'

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে মোতালেব বলেন, 'পুরান ঢাকা থেকে কেমিক্যাল কারখানা ও গোডাউন দ্রুত সময়ের মধ্যে নিরাপদ স্থানে স্থানান্তরিত করতে হবে। আমরা আর এই গুলো মেনে নিতে পারছিনা। বছর ঘুরতে না ঘুরতে আমাদের এমন মৃত্যু দেখতে হয়।'

ইসমাইল হোসেন বলেন, 'আমরা এ এলাকার মানুষ কিছু চাইনা। বেঁচে থাকার অধিকার চাই। আমরা নিরাপদ ভাবে বসবাস করতে চাই।'

মানববন্ধনকারীরা আগামী ১ সপ্তাহের মধ্যেই কেমিক্যালের গোডাউনগুলো সরানোসহ সকল ভবনের বাণিজ্যিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে জোর দাবি জানান।

এ সম্পর্কিত আরও খবর