‘রুবি ভিলা’য় অভিযান : অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-12 11:42:01

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মাত্র ১৫০ গজ দূরে এবং সংসদ সদস্যদের সরকারি বাসভবনের কাছে পশ্চিম নাখালপাড়ার ‘রুবি ভিলা’য় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির তিন সদস্য নিহতের ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। পুলিশ ও র‌্যাব সূত্র জানায়, গতকাল শনিবার র‌্যাব-৩-এর উপসহকারী পরিচালক (ডিএডি) পদমর্যাদার এক কর্মকর্তা বাদী হয়ে তেজগাঁও থানায় এ মামলা দায়ের করেন। সন্ত্রাস দমন আইনে অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলাটি করা হয়েছে। র‌্যাব সূত্র আরও জানায়, ওই বাড়ির মালিক সাব্বির হোসেন, তৌহিদ নামের এক মেস মেম্বার, বাড়ির কেয়ারটেকার রুবেল ও মেসে খাবার সরবরাহকারী শীতলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতদের নাম-পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। র‌্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল ইমরানুল হাসান গতকাল বিকেলে সাংবাদিকদের বলেন, সন্ত্রাস দমন আইনে র‌্যাবের পক্ষ থেকে মামলাটি করা হয়েছে। নিহত তিন জঙ্গির নাম পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে র‌্যাবের কাজ চলছে বলে জানান তিনি। অন্যদিকে, আইনশৃঙ্খলাবাহিনীর অভিযানকালে রুবি ভিলায় নিহত তিন জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন হওয়া মরদেহ গতকাল সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পড়ে ছিল। কেউ এসে লাশের কোনো প্রকার খোঁজ-খবর নেননি। এক সপ্তার মধ্যে কেউ না এলে মৃতদেহগুলো আঞ্জুমান মফিুদুল ইসলামারে মাধ্যমে বেওয়ারিশ হিসেবেই দাফন করা হবে। গতকাল পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত হতে পারেনি র‌্যাব। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক এ এম সেলিম রেজা সাংবাদিকদের জানিয়েছে, গুলির আঘাতেই তিন জঙ্গির মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার দিবাগত গভীর রাতে জঙ্গি আস্তানার খবর পেয়ে ১৩/১ পশ্চিম নাখাল পাড়ার ওই ভবনের ৫ম তলায় অভিযান চালায় র‌্যাব। এতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির তিন সদস্য নিহত হয়। আস্তানা থেকে তিনটি লাশ ও দুইটি পিস্তল, তিনটি আইইডি বোমা, বিস্ফোরক জেল, ঘটনাস্থলে পড়ে থাকা একটি লাশের নিচে থেকে একটি গ্রেনেড, গ্যাসের চুলার ওপর থেকে একটি গ্রেনেড ও সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানায় র‌্যাব। র‌্যাব জানায়, চলতি মাসের ৪ তারিখ জাহিদ পরিচয়ে এক যুবক ওই ফ্ল্যাটটি ভাড়া নেন। তিনি বলেছিলেন, তারা তিনভাই ওই থাকবেন বলে বাড়িওয়ালাকে জানিয়েছিলেন।

এ সম্পর্কিত আরও খবর