কোনো নির্বাচনে শিথিলতা প্রদর্শনের সুযোগ নেই: ইসি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-07-29 03:35:34

কোনো নির্বাচনে কোনোরূপ শিথিলতা প্রদর্শনের সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার।

রোববার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা নির্বাচনে মাঠ পর্যায়ের দায়িত্বরতদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মাহবুব তালুকদার বলেন, ‘দেশের গণতন্ত্রের অভিযাত্রার জন্য স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো নির্বাচনেই কোনোরূপ শিথিলতা প্রদর্শনের সুযোগ নেই। নির্বাচন কমিশনের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে আপনাদের সাহসিকতার সঙ্গে স্বীয় বিবেকের কাছে দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন করতে হবে। মনে রাখবেন সুষ্ঠু নির্বাচন আমাদের দেশপ্রেমের অভিব্যক্তি। তবে এসব কথা আমরা অতীতে বলেছি, বর্তমানেও বলছি এবং ভবিষ্যতেও বলব। নির্বাচনে সাফল্য লাভের জন্য কথাগুলো আমাদের সর্বসময়ের পরামর্শ।’

প্রশিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন অতি সন্নিকটে। এই নির্বাচনকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা কেবল অগ্রণী ভূমিকা নয়, সামগ্রিক ভূমিকা পালন করবেন। এই নির্বাচনে যেকোনো প্রকার চাপ, লোভ বা প্রলোভনের ঊর্ধ্বে থেকে আপনাদের দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, ‘সংবিধান, নির্বাচন কমিশন ও উপজেলা পরিষদ নির্বাচনের গুরুত্ব এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের ভূমিকা সম্পর্কে সম্যক জ্ঞান বৃদ্ধি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। আপনারা যেহেতু প্রশিক্ষকদের প্রশিক্ষক, সেহেতু একটি বিষয়ে আপনাদের সর্তক করতে চাই। এখানকার আলোচ্যসূচিতে প্রতিটি বিষয়কেই আপনাদের গভীরভাবে অনুধাবন করতে হবে। কোনো বিষয়বস্তু সম্পর্কে অস্পষ্টতা থাকলে, তা এখানে নিরসন করা বাঞ্ছনীয়।’

জ্যেষ্ঠ এই নির্বাচন কমিশনার বলেন, ‘কোনো বিষয়ে যদি কারও বিভ্রান্তি থাকে, তাহলে আপনারা যাদের প্রশিক্ষণ দেবেন, তাদের মধ্যে সে বিভ্রান্তি সঞ্চারিত হওয়ার আশঙ্কা আছে। এমন অবস্থা কোনোভাবেই কাম্য নয়। কারণ এখন থেকে প্রশিক্ষিত হয়ে আপনারা যাদের প্রশিক্ষণ দিতে যাচ্ছেন, তাদের মধ্যে প্রতিটি বিষয়ে স্বচ্ছ ধারণা সঞ্চারিত করা প্রয়োজন। একজন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষককে নির্বাচনের প্রতিটি বিষয়ে অবশ্যই হতে হবে স্বচ্ছ ধারণার অধিকারী। তা না হলে সামগ্রিক নির্বাচন ব্যবস্থাপনার ওপর তার বিরূপ প্রভাব পড়তে পারে।’

এ সম্পর্কিত আরও খবর