স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 14:39:10

স্ত্রীর সঙ্গে বিবাদের জের ধরে আটককৃত ব্যক্তি উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান। বাংলাদেশে বিমান এয়ারলাইনের দুবাইগামী উড়োজাহাজটি ছিনতাইয়ে চেষ্টা করেন ওই সন্দেহভাজন ব্যক্তি। 

রোববার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীতে সিভিল এভিয়েশন অথরিটির অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান বলেন, 'আমরা প্রাথমিকভাবে জানতে পারি স্ত্রীর সঙ্গে বিবাদের জের ধরে সো-কল ছিনতাইকারী বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করে। সে প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলতে চেয়েছিল বলে আমরা জানতে পেরেছি। বিমানটির খবর আমরা জানতে পেরে দ্রুত ব্যবস্থা গ্রহণ করি। পিএম অফিসেও আমরা কথা বলি। পরবর্তীতে প্রধানমন্ত্রী আমাদের কিছু নির্দেশনা দেন সেই নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। সন্ধ্যা ৭ টা ১৭ মিনিটে অভিযান শুরু হয়ে ৭ টা ২৫ মিনিটে শেষ হয়।'

তিনি আরও বলেন, 'প্রাথমিকভাবে আরও জানা যায় সো-কল ছিনতাইয়কারীর কাছে একটি অস্ত্র ছিল এবং শরীরে বোমা সদৃশ কিছু পাওয়া গেছে। সে বাংলায় কথা বলে, ধারণা করা হচ্ছে সে বাংলাদেশি। বিস্তারিত বিষয় তদন্ত করে জানানো যাবে।'

এ সম্পর্কিত আরও খবর