চীনে গবেষণায় সেরা হলেন বাংলাদেশের তারেক

রাজশাহী, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট, রাজশাহী, বার্তা২৪.কম | 2023-08-31 04:52:08

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক তারেক হাসান আল মাহমুদ চীনের সেরা গবেষক হিসেবে 'বেস্ট রিসার্চ পেপার এন্ড প্রেজেন্টেশন এওয়ার্ড' লাভ করেছেন।

তিনি বর্তমানে ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি অব চায়নাতে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত আছেন। তারেক রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকার অধ্যাপক রেজাউল করিমের ছেলে।

তার গবেষণার বিষয় ছিল 'অ্যারে সিগনাল প্রসেসিং স্পেশালাইজড অন ডিরেকশন অফ অ্যারেভাল ইস্টিমেশন'। কোন বিদেশি গবেষক হিসেবে তারেক হাসান আল মাহমুদ 'বেস্ট রিসার্চ পেপার এন্ড প্রেজেন্টেশন এওয়ার্ড' এ প্রথম স্থান লাভ করেছেন।

পুরস্কারটি চীনে খুবই মর্যাদাপূর্ণ এবং এটি বিশ্ববিখ্যাত তথ্য প্রযুক্তি ভিত্তিক সংস্থা আইফ্লাইটেক স্পন্সর করে। প্রথম স্থান অর্জন করায় আইফ্লাইটেক কোম্পানি তাকে সেরা উদ্ভাবক হিসেবে বিজয়ী ঘোষণা করেছে।

এই প্রতিযোগিতা তিনটি স্তরে অনুষ্ঠিত হয়েছিল। প্রথম পর্যায়ে সকল গবেষণাগারের পরিচালকগণ তাদের নিজ নিজ ল্যাব (ন্যাশনাল ইঞ্জিনিয়ারিংয়ের সকল পরীক্ষাগার) হতে সেরা গবেষণাপত্র বেছে নিয়েছিলেন।

তারপর সেই গবেষণাপত্রগুলো বিশেষজ্ঞ রিভিউয়ার দ্বারা পর্যালোচনা করার পর ২০ জন গবেষক চূড়ান্ত পর্বে উপস্থাপনের জন্য মনোনীত হন।

চূড়ান্ত পর্বে ২০ জন গবেষকের উপস্থাপনা শেষে জুরি বোর্ড দ্বারা সেরা গবেষণা নির্বাচিত হয়। তারেক হাসান আল মাহমুদের গবেষণাপত্র ২০ জন গবেষকের মধ্যে প্রথম স্থান লাভ করেন।

এ সম্পর্কিত আরও খবর