নারীকে অপহরণ করে গ্রেফতার হয়েছিলেন পলাশ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 04:00:45

প্লেন ছিনতাই চেষ্টাকারী পলাশ আহমেদ ২০১২ সালে এক নারীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিলেন। ওই ঘটনার মামলায় পলাশ গ্রেফতারও হয়েছিলেন বলে জানিয়েছে র‍্যাব।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ৩টায় র‌্যাব সদর দফতরে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।

তিনি বলেন, ‘মাত্র ১৮ বছর বয়সে ২০১২ সালে পলাশ আহমেদ ও তার এক সহযোগী এক নারীকে অপহরণ করে। অপহরণ করা ওই নারীর মুক্তিপণ হিসেবে ৮ লাখ টাকা দাবি করে পলাশ। তখন তার সহযোগীসহ তাকে আটক করে র‌্যাব-১১।
একইসাথে সেই নারীকেও উদ্ধার করা হয়।

র‌্যাবের ডাটাবেজে থাকা তথ্য অনুযায়ী, ২০১২ সালেই বিবাহিত ছিলেন পলাশ এবং তার শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান তথা দাখিল।

উল্লেখ্য, রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ ছিনতাইকারীর কবলে পড়েছিল। পরে কমান্ডো অভিযানে সন্দেহভাজন বিমান ‘ছিনতাই চেষ্টাকারী’ নিহত হন।

এ সম্পর্কিত আরও খবর