ঘন কুয়াশা : ৮ ঘণ্টা পর ফেরি চালু তিন রুটে

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-05-14 09:54:18

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া, শিমুলিয়া-কাঁঠালবাড়ি ও চাঁদপুর-শরীয়তপুর নৌপথে ৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনা এড়াতে এসব পথে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ রাখা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় ওইসব রুটের ঘাটের দু’পাশে যাত্রী ও পণ্যবাহী প্রায় এক হাজার গাড়ি আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ওই তিন রুটে ফের ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল শুরু হয়। শুক্রবার গভীর রাতে কুয়াশা বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে। বিষয়টি নিশ্চতি করেছেন ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক (এজিএম) রুহুল আমিন। তিনি জানান, দৌলতদিয়া ঘাটে পাঁচ শতাধিক গাড়ি পার হওয়ার অপেক্ষায় রয়েছে। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধের খবর জানিয়েছেন বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম শাহ নেওয়াজ খালেদ। অতিরিক্ত কুয়াশার কারণে মাঝ নদীতে সাতটি ফেরি আটকা পড়ে বলেও জানান তিনি। এছাড়া ঘন কুয়াশায় চাঁদপুর-শরীয়তপুর নৌপথেও ফেরি চলাচল বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিসি চাঁদপুর হরিনা ফেরিঘাটের ব্যবস্থাপক মো. পারভেজ জানান, দুই ঘাটে দুই শতাধিক যানবাহন আটকা পড়েছে। কুয়শায় কেটে গেলে নৌপথে যান চলাচল শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীসহ দেশের পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগের ক্ষেত্রে পদ্মা পারাপারের গুরুত্বপূর্ণ পথ দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাওড়াকান্দি। শীত মৌসুমে এসব নৌপথে ঘন কুয়াশার কারণে প্রায়ই পারাপার বিঘ্নিত হয়।

এ সম্পর্কিত আরও খবর