বৃষ্টিতে ছন্দপতন বইমেলায়

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম | 2023-08-26 03:08:57

ভোর থেকেই দমকা হাওয়া, মাঝে মাঝে বিজলি চমক। দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ভোগান্তির মাত্রা বাড়িয়েছে চট্টগ্রামের নগরজীবনে। কোথাও দেখা যায় দীর্ঘক্ষণের বিদ্যুৎ বিভ্রাট। মুখভার করে থাকা সূর্যেরও দেখা মেলেনি।

সপ্তাহজুড়ে চট্টগ্রামে বইমেলায় ভালোই চলছিল বেচা বিক্রি। পাঠক আর প্রকাশকদের স্বস্তি ছিল চোখে-মুখে। গ্রন্থমেলার মূল ফটক এম এ আজিজ থেকে শুরু করে গ্রন্থমেলার প্রাঙ্গণে ছিল সারি সারি মানুষের। দিন থেকে রাত অবধি ক্রেতা-পাঠকদের মিলন মেলায় পরিণত হয় জনসমুদ্রে। কিন্তু ফাল্গুন মাসে এমন বৃষ্টিতে বাদ সাধল বইমেলায়।

সোমবার ( ২৫ ফেব্রুয়ারি) বৈরী আবহাওয়ায় অনেকটাই ছন্দপতন ঘটে মেলায়। সন্ধ্যায় বইমেলা ঘুরে দেখা যায়, ক্রেতাশূন্য হয়ে পড়ে পুরো মেলা। স্টলে রাখা নতুন বই প্লাস্টিক দিয়ে মোড়ানো, কোনো স্টলে ভেজা বই শুকানো হচ্ছে। কোনো স্টলে আবার বিক্রেতা বসে আড্ডায়রত। কোথায় বন্ধ। আবার কিঞ্চিত দেখা মিলছে পছন্দ বই কেনার ক্রেতাদের।

ইউনিভার্সিটি প্রেস লিমিটেড স্টলের বিক্রেতা রাহুল তালুকদার বার্তা২৪.কম-কে বলেন, 'টুকটাক বই বিক্রি হচ্ছে। বৃষ্টিতে ছয় থেকে সাত হাজার টাকার বই নষ্ট হয়ে যাওয়ায় প্রকাশনায় পাঠিয়ে দিয়েছি।'

তবে এই ক্ষতি কাটিয়ে উঠেতে মেলার পরিধি দুদিন বাড়ানোর দাবি জানান আয়োজকদের।

কারেন্ট বুক সেন্টারের সত্ত্বাধিকারী মোহাম্মদ শাহীন বার্তা২৪.কম-কে বলেন, 'বিক্রি কম হয়েছে বলব না। সবচেয়ে আশার বিষয় হলো আগ্রহী এবং প্রকৃত বইপ্রেমীদের নতুন বইয়ের ঘ্রাণে মেলায় এসেছেন। বই কিনেছেন।'

মেলার সার্বিক বিষয়ে শাহীন বলেন, 'ঢাকার প্রকাশকরা আজকে চট্টগ্রামের পাঠকদের মেলায় আসা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। সেই সাথে লেখক-প্রকাশকরা উপলব্ধি করছেন, তাদের অনেক পাঠক রয়েছে। কিন্তু তারা সেভাবে গবেষণা আর বই লিখে তাদের কাছে পৌঁছাতে পারেননি।'

চট্টগ্রামের প্রকাশনা সংস্থা বলাকা প্রকাশনীল স্টলে গিয়ে দেখা যায়, এক শিক্ষার্থী প্লাস্টিক দিয়ে মোড়ানো অংশের ভেতর থেকে 'মুক্তিযুদ্ধে চট্টগ্রাম' বইটি বেছে নিতে। সদলবলে আসা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুলতানা মরিয়ম বার্তা২৪.কম-কে বলেন, 'এ নিয়ে বেশ কয়েকবার বই মেলা আসা হয়েছে। মুক্তিযুদ্ধে চট্টগ্রামের অবদান নিয়ে বইটি কেনার আসলাম।'

স্টলে থাকা জসিম উদ্দিন বার্তা২৪.কম-কে বলেন, 'বইমেলায় স্টলে বই ভিজে যাওয়ার পেছনে আয়োজকদের কোনো দোষ নেই। বরং স্টলে অবস্থান করা বিক্রেতাদের অবহেলা ও অসতর্কতার কারণে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।'

এদিকে বৃষ্টির প্রভাব পড়েছে সংস্কৃতি মঞ্চে আয়োজিত শিশুদের স্বরচিত্র ছড়া পাঠ আয়োজনে। অনুষ্ঠানের প্রধান অতিথি হাসান হাফিজ উপস্থিত থাকলেও দেখা নেই শ্রোতাদের। সংস্কৃতি মঞ্চে সামনে শ্রোতারে জন্য বরাদ্দ চেয়ার নেই। শুরুই করা সম্ভব হয়নি অনুষ্ঠানমালা।

বিক্রেতারা মনে করছেন, কাল বৃষ্টি না হলে আবারও বই মেলায় বেচা বিক্রি ও ক্রেতাদের আগমনে সরগরম হয়ে উঠবে।

এ সম্পর্কিত আরও খবর