সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে হবে: সিইসি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 11:12:52

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইটিআই ভবনে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ নিতে আসা চতুর্থ পর্যায়ে নিয়োগ করা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের তিনি এ নির্দেশনা দেন।

রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেন, ‘সরকার নিয়োগ দিয়ে দায়িত্ব অর্পণ করেছে আপনার হাতে। বেশি কিছু না, নির্বাচন পরিচালনার দায়িত্ব। সেই দায়িত্ব পালনের জন্য আপনাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করা হয়েছে। তার বিন্দুমাত্র সেই দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে আপনার এই দায়িত্ব পালন করার অর্থ হয় না। আপনি অযোগ্য, অপদার্থ।’

সিইসি বলেন, ‘আপনি বাদ দিয়ে চলে যান। আপনারা যদি সবাই বলেন দায়িত্ব পালন করতে পারবেন না, তাহলে সবাই চলে যান এখান থেকে। এখন যদি বলেন, বাপরে-বাপ এ তো খুব প্রভাবশালী, ক্ষমতাশালী তাকে তো কিছু করা যাবে না। তাহলে দয়া করে নির্বাচনের দায়িত্ব থেকে চলে যান। যদি আপনার মনে, আপনার চরিত্রে, ব্যবহারের এরকম কোথাও কিছু থেকে থাকে, তাহলে যাওয়ার সময় গোপনে বলে যাবেন সচিব সাহেবকে, ‘আমি কিন্তু এই দায়িত্ব পালন করতে পারব না। বাঘা বাঘা লোক রয়ে গেছে, তাদেরকে আমার পক্ষে সামাল দেয়া সম্ভব না।’’

নূরুল হুদা বলেন, ‘গা-ছাড়া অবস্থায়, ঢিলাঢেলা অবস্থায়, হলো কি হলো না, এই মনোভাব নিয়ে নির্বাচন পরিচালনা করবেন না দয়া করে। আপনাদের হাতে সম্পূর্ণ ক্ষমতা অর্পিত আছে। সেই ক্ষমতাবলে আপনারা অনেক কিছু করতে পারেন। আপনি আপনার উপজেলার নির্বাচন বন্ধ করে দিতে পারেন, একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করে দিতে পারেন। একজন যতই প্রভাবশালী হোক না কেন, আচরণবিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন। তাকে জরিমানা করতে পারেন। তাকে জেলে দিতে পারেন। আপনি আর কী চান? একটা নির্বাচন পরিচালনা করার প্রত্যেকটা ক্ষমতা আপনার হাতে আছে। সেই ক্ষমতা যদি প্রয়োগ করতে না পারেন, তাহলে ব্যর্থতা আপনার।’

এসব নির্বাচন কমিশনার কবিতা খানম, রফিকুল ইসলাম, শাহাদত হোসেন চৌধুরী , ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর