সহকারী শিক্ষককে পেটালেন প্রধান শিক্ষক

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-18 08:57:25

শিক্ষা কর্মকর্তার অফিস কক্ষে এক সহকারী শিক্ষককে বেধড়ক পিটিয়েছেন প্রধান শিক্ষক। সহকারী শিক্ষক ঐ প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা কর্মকর্তার অফিসে বিভিন্ন অনিয়মের অভিযোগ দিতে এসেছিলেন বলে জানা গেছে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) রংপুরের বদরগঞ্জে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিসে এ ঘটনা ঘটে।

আহত সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম। তিনি কুতুবপুর নাগেরহাট নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বিষয়টি মঙ্গলবার (২৬) সাংবাদিকদেকর জানান আহত ঐ শিক্ষক।

সিরাজুল ইসলাম বলেন, ‘প্রধান শিক্ষক সামসুজ্জামানের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে প্রমাণপত্রসহ লিখিত অভিযোগ দিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিসে যাই। অভিযোগ দিয়ে বের হওয়ার সময় আকস্মিক প্রধান শিক্ষক সেখানে উপস্থিত হয়ে আমার ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন।’

তিনি (প্রধান শিক্ষক) আমার কোনো কথা না শুনেই আমাকে বেধড়ক পিটুনি দিয়ে কাগজপত্র ছিনিয়ে নেন। এ সময় শিক্ষা কর্মকর্তার অফিসের কয়েকজন কর্মচারী ও ঘটনাস্থলে উপস্থিত লোকজন আমাকে প্রধান শিক্ষকের হাত থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।’

তিনি বলেন, ‘নিয়োগ পাওয়ার জন্য ৫০ শতক জমি বিক্রি করে আট লাখ টাকা প্রধান শিক্ষককে দেই। এরপর তিনি আমাকে সহকারি শিক্ষক (ধর্ম) পদে নিয়োগ প্রদান করেন। যথারীতি ক্লাস নেওয়াসহ আমার ওপর দেওয়া দায়িত্ব পালন করে আসছি।’

‘কিন্তু হঠাৎ করে প্রধান শিক্ষক আমাকে বাদ দিয়ে মিঠাপুকুরের বড়বালা এলাকার একজনকে নিয়োগ দেওয়ার জন্য তার কাছ থেকে ১০ লাখ টাকা গ্রহণ করেন। এর প্রতিবাদ করে আমি অভিযোগ দায়ের করি। এতে ক্ষিপ্ত হয়ে তিনি আমার ওপর হামলা চালান।’

এ ব্যাপারে প্রধান শিক্ষক সামসুজ্জামান বলেন, ‘নিয়মতান্ত্রিকভাবে তাকে নিয়োগ দিয়েছিলাম। কিন্তু তার শিক্ষার সনদ তৃতীয় শ্রেণীর হওয়ায় তার চাকরিতে থাকা হচ্ছে না। বিষয়টি সে না বুঝে আমাকে হেয় করতে মিথ্যা অভিযোগ করেছে।’ এ সময় তিনি শিক্ষা কর্মকর্তার অফিসের কাছে মারপিটের কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেন।

অন্যদিকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী বলেন, ‘অফিসের ভেতরে ঢুকে যদি এ রকম ঘটনা করে থাকে তাহলে এটা অবশ্যই অন্যায় করেছেন। আমি বিষয়টি খতিয়ে দেখছি।’

এ সম্পর্কিত আরও খবর