ময়মনসিংহ অঞ্চলে সেরা আনন্দমোহন কলেজ

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহ, বার্তা২৪.কম | 2023-09-01 23:13:19

২০১৭ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত কলেজ পারফরমেন্স র‍্যাঙ্কিংয়ে ময়মনসিংহ অঞ্চলে সেরা হয়েছে ময়মনসিংহের ঐহিত্যবাহী বিদ্যাপীঠ সরকারি আনন্দমোহন কলেজ। ১০০ স্কোরের মধ্যে ৬৪ দশমিক ৬৮ পেয়েছে শতবর্ষী এ কলেজটি।

সরকারি-বেসরকারি মিলিয়ে ময়মনসিংহ অঞ্চলে সেরা অন্য কলেজ হলো যথাক্রমে ময়মনসিংহের জাহানারা লতিফ মহিলা কলেজ (৫৫.০৩), মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজ (৫২.২১), জামালপুরের ইসলামপুর কলেজ (৫১.৩৫), নেত্রকোনা সরকারি কলেজ (৪৯.১৪), ময়মনসিংহের মুক্তাগাছার শহীদ স্মৃতি সরকারি কলেজ (৪৯.০৭) ও কৃষ্ণপুর হাজী আলী আকবর পাবলিক কলেজ (৪৮.৪৫)।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) গাজীপুরস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভিসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।

৩১টি সূচকের (কি পারফরম্যান্স ইনডিকেটর-কেপিআই) ভিত্তিতে বার্ষিক এ ফল ঘোষণা করা হয়। এতে জাতীয় পর্যায়ে ৭২.৯৬ পয়েন্ট নিয়ে সেরা কলেজ নির্বাচিত হয়েছে রাজশাহী কলেজ।

আগামী ২ মার্চ (শনিবার) সকাল ১০টায় রাজধানীর মাতৃভাষা ইন্সটিটিউট মিলনায়তনে 'শিক্ষা সমাবেশ' শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে দেশের সেরা কলেজসমূহকে পুরস্কৃত করার কথা রয়েছে। ওই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. দিপু মনি প্রধান অতিথি হিসেবে নির্বাচিত সেরা কলেজসমূহকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করবেন।

এ সম্পর্কিত আরও খবর