রোহিঙ্গা সংকট মোকাবেলায় রুশ সমর্থন চেয়েছে বাংলাদেশ

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 03:39:02

রোহিঙ্গা সংকট মোকাবেলায় রাশিয়ার সমর্থন চেয়েছে বাংলাদেশ। বুধবার (২৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেনের সঙ্গে তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগনাটভ সাক্ষাৎকালে মন্ত্রী এ সমর্থন চান।

সূত্র জানায়, দ্বিপাক্ষিক এই বৈঠকে রোহিঙ্গা সংকট মোকাবেলার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন করে বাংলাদেশ ও রাশিয়ার প্রতিনিধিরা। 

সেখানে দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও, পারস্পরিক উদ্বেগের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতামত বিনিময় হয়। উভয় পক্ষ বিভিন্ন বহুমুখী প্ল্যাটফর্মের মধ্যে সহযোগিতা বজায় রাখতে সম্মত হয়।

পররাষ্ট্রমন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাশিয়ান ফেডারেশনের সমর্থন স্মরণ করেন। মোমেন রাশিয়ার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে দুইটি পরীক্ষিত বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও বাড়িয়ে তুলতে জোর দেন।

এ সম্পর্কিত আরও খবর