সিলেটে উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দ চলছে

সিলেট, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, সিলেট, বার্তা২৪.কম | 2023-08-24 05:50:03

সিলেটে উৎসবমুখর পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ চলছে।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ শুরু করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে সিলেটের ১২ উপজেলায় ২য় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতীক বরাদ্দ চলছে। প্রার্থীরা কর্মীসমর্থকদের সঙ্গে নিয়ে এসে প্রতীক নিচ্ছেন। যারা পছন্দের প্রতীক পাননি, তাদের লটারি করে প্রতীক বরাদ্দ দেয়া চলছে।

আগামী ১৮ মার্চ ২য় ধাপে সিলেটের ১২ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও খবর