'গরীব সোয়েটার'কে শ্রমিকদের আল্টিমেটাম

জেলা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-25 06:16:42

তিন দিনের মধ্যে বকেয়া বেতন পরিশোধ সহ সব দাবি-দাওয়া মেনে নেয়া না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে গাজীপুরের গরীব অ্যান্ড গরীব সোয়েটার লিমিটেড-এর কর্মীরা। পাশাপাশি শ্রম মন্ত্রণালয় ঘেরাও করার কথা জানান তারা।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এই হুমকি দেয়। মানববন্ধনের আয়োজন করে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

মানববন্ধনে বক্তারা বলেন, 'গাজীপুরের বাসন থানাধীন গরীব অ্যান্ড গরীব সোয়েটার লিমিটেড এর নিটিং সেকশনের তিন মাসের, লিংকিং সেকশনের ১৫০ জনের দুই মাসের বকেয়া বেতন বাকি। তাছাড়া গার্মেন্টসে বহিরাগত মাস্তানরা এসে কর্মীদের হয়রানি করে। আমরা এসবের সমাধান চাই। আমরা কাজ করে খাই। আমরা আন্দোলন করতে চাই না।'

বক্তার আরও বলেন, 'গরীব অ্যান্ড গরীব সোয়েটার লিমিটেড এর মোট ৩৫০ জন শ্রমিকের তিন মাসের বকেয়া বেতনের জন্য কারখানার জিএম সাইফুল ইসলামের কাছে যায়। কিন্তু তাদের ন্যায় পাওনা না দিয়ে তাদেরকে বহিরাগত মাস্তানদের দিয়ে হামলা চালায়। এরপর মাস্তানরা গার্মেন্টসের প্রবেশপথ বন্ধ করে দেয়। নিটিং এবং লিংকিং সেকশন বন্ধ করে দিয়ে উল্টো শ্রমিকদের ভয় দেখিয়ে শ্রমিক ছাঁটাইয়ের ভয় দেখানো হয়।'

দেশের অর্থনীতিতে এত অবদানের পরও তাদের বেতন না পাওয়ায় দুঃখ প্রকাশ করে শ্রমিকরা বলেন, 'আমরা আইন অনুযায়ী কোন বোনাস পাচ্ছি না। আর আমাদের ওভারটাইম মজুরি দেয়া হয় না।'

মানববন্ধনে থাকা শ্রমিকদের পক্ষ থেকে চার দফা দাবি উত্থাপিত করা হয়। শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ, বহিরাগত মাস্তানদের কারখানা থেকে সরানো, শ্রমিকদের ওপর হয়রানি ও নির্যাতন বন্ধ এবং লিংকিং, নিটিং সেকশন খুলে দেয়ার দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সভাপতি আমিরুল হক আমিন, ফেডারেশনের কেন্দ্রীয় নেতা সাফিয়া পারভিন, রফিকুল ইসলাম, মোঃ সোহেল, মোঃ ফরিদুল ইসলাম প্রমুখ। সংহতি বক্তব্য রাখেন, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান।

এ সম্পর্কিত আরও খবর