বাবার ওয়ার্ডে ছেলের জয়

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-29 10:28:41

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচনে লাটিম প্রতীক নিয়ে ৭ হাজার ৭৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মাসুম গনি। তিনি প্রয়াত কাউন্সিলর ওসমান গনির ছেলে।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টায় রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, ২১ নম্বর ওয়ার্ডের মোট কেন্দ্র সংখ্যা ২৬, আর মোট ভোটার ৬০ হাজার ৩০৬ জন। এর মধ্যে লাটিম প্রতীক নিয়ে ৭ হাজার ৭৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মাসুম গনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘুড়ি প্রতীকের মিজানুর রহমান ধনু পেয়েছেন ৩ হাজার ৭৬০ ভোট।

এই ওয়ার্ডে মোট ভোট পড়েছে ১৭ হাজার ৬৭৩টি। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ১৭ হাজার ৩৭১টি। বাতিল হয়েছে ৩০২টি ভোট।

গত বছরের ২২ সেপ্টেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওসমান গণি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে সেই ওয়ার্ডটি শূন্য ঘোষণা করে ভোটের তফসিল ঘোষণা করে ইসি।

এ সম্পর্কিত আরও খবর