২ দিন বাড়লো চট্টগ্রাম বইমেলা

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম | 2023-08-31 22:49:16

লেখক প্রকাশকদের অনুরোধে চট্টগ্রাম বইমেলার পরিধি দুদিন বাড়িয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৮ফেব্রুয়ারি) বইমেলার পর্দা নামার কথা থাকলেও চলবে ২রা মার্চ পর্যন্ত।

বিষয়টি নিশ্চিত করেছেন মেলা উদযাপন কমিটির সদস্য সচিব মহিউদ্দীন শাহ আলম নীপু। তিনি বার্তা২৪.কম-কে বলেন, 'লেখক, প্রকাশকদের অনুরোধ ছিল পাঠকদের স্বার্থে দুই একদিন মেলার সম্প্রসারণের জন্য। এরপর সকলের সাথে কথা বলে মেলার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

জানা যায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে ১০ ফেব্রুয়ারি প্রথমবারের মতো সমন্বিত গ্রন্থমেলার আয়োজন করে।

সময়ের সাথে সাথে লেখক পাঠকদের মিলন মেলায় পরিণত হয় গ্রন্থমেলা। শিশু কিশোর থেকে সব বয়সী পাঠকরা মেলায় এসেছেন পছন্দের বই বেছে নিতে। হঠাৎ করে ফাল্গুন মাসে বৈরী আবহাওয়ায় কিছুটা ছন্দপতন ঘটে মেলার। বেচা-বিক্রি কমে যাওয়ায় শেষদিকে অলস সময় পার করেছেন বিক্রেতারা।

বিক্রেতারা চেয়েছিলেন মেলার সময় যেন আরও কয়েকদিন বাড়ানো হয়। তবে ফেব্রুয়ারি মাসে বইমেলার সমাপ্তির রেওয়াজ চলে আসায় কর্তৃপক্ষ এসে সাড়া দেয়নি। পরে পাঠকদের খোরাক আর প্রকাশকদের বিবেচনায় মেলা বাড়ানোর সিদ্ধান্ত আসে।

এ বিষয়ে জানতে চাইলে অক্ষরবৃত্ত প্রকাশনীর বিক্রেতা কাজী জোয়েব বার্তা২৪.কম-কে বলেন, 'লেখক প্রকাশকদের পদচারণায় আবারও প্রাণবন্ত হবে বইমেলা।'

এ সম্পর্কিত আরও খবর