বরিশালে ভোটার দিবস পালন

বরিশাল, জাতীয়

স্টাফ করেসেপন্ডেন্ট, বরিশাল, বার্তা২৪.কম | 2023-08-28 18:37:56

সারাদেশের ন্যায় বরিশালেও ‘ভোটার হব ভোট দেব, এই প্রতিপাদ্যে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১ মার্চ) সকালে নগরীর সার্কিট হাউসের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. মো. মোশাররফ হোসেন। পরে নগরীর অশ্বিনী কুমার হলে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথিও ছিলেন মোশাররফ হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার সাইদ, মাধ্যমিক উচ্চ ও শিক্ষা বরিশাল’র উপ-পরিচালক মো. মোকছেদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা নুরুল আলম, জেলা আওয়ামীলীগের সহসভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী প্রমুখ।

এর আগে সার্কিট হাউসের সামনে থেকে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী, নতুন ভোটার ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলে এসে শেষ হয়।

এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সম্পর্কিত আরও খবর