রং তুলি নিয়ে নৈস্বর্গিক প্রকৃতির কাছে শিল্পীরা

চট্টগ্রাম, জাতীয়

আবদুস সাত্তার, স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম | 2023-08-28 14:56:26

সমুদ্র ও পাহাড় ঘেরা সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রামের প্রাণকেন্দ্রের নৈস্বর্গিক পাহাড়ের চূড়ায় রং তুলি নিয়ে হাজির হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও দেশের কৃতি অঙ্কন শিল্পীরা।

এখানে বাতাশের শব্দ, পাখির ডাক, ফুলের সুভাস শিল্পীদের মনকে আবেগ আপ্লুত করে। ফলে শিল্পীরা মনের মাধুরী মিশিয়ে রং তুলিতে ঝড় তুলছেন অঙ্কনের কাগজে।

শুক্রবার (১ মার্চ) দুপুরে চট্টগ্রামের চট্টেশ্বরী রোডস্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের ফিললে পাহাড়ের চূড়ায় এমন দৃশ্যটি দেখা যায়।

এখানে দিনব্যাপী আয়োজন করা হয় ‘কসমোস আর্ট ক্যাম্প’। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন, খ্যতিমান শিল্পী শিশির ভট্টাচার্য, আবুল বারট আলভী, মোহাম্মদ ইউনুচ, শেখ আমজাদ, শামসুদ্দৌহা, আলকেশ ঘোষ, কনক চাপা চাঁকমা, বিপাশা হায়াত, বিশ্বজিৎ ঘোষামী ও দিলআলা বেগম জলি অংশগ্রহণ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে অঙ্কন শিল্পী ও টিভি নাট্যকার বিপাশা হায়াত বার্তা২৪.কমকে বলেন, ‘প্রকৃতির সৌন্দর্য আমাকে বার বার কাছে টানে। তাই আমি ঢাকা থেকে চট্টগ্রামে ছুটে এসেছি। এখানে পাহাড়ের চুড়ায় পাখির ডাক শুনে আমি খুবই মুগ্ধ হয়েছি।’

বিপাশা বলেন, ‘আমরা অনেক সময় বিদেশেও আর্ট গ্যালারিতে অংশগ্রহণ করি। কিন্তু বিদেশে আহামরি কিছু নেই। আমাদের দেশে অনেক সুন্দর পরিবেশে আর্ট করা যায়।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন বলেন, ‘আর্ট শিল্পীদের জন্য সবসময় আলাদা একটি পরিবেশ প্রয়োজন হয়। যে পরিবেশে মনকে উন্মুক্ত করে কাজ করা যায় এমন। আমরা স্টুডিওতে কাজ করতে করতে একপেষে হয়ে গেছি। তাই বাইরে প্রাকৃতিক পরিবেশে এ ধরণের আয়োজনের জন্য উদ্বুদ্ধ করে থাকি।’

কনক চাপা চাঁকমা বলেন, ‘এক সাথে অনেকগুলো শিল্পীর সাথে কাজ করার মজাই আলাদা। কারণ এখানে কোন শিল্পী কী ধরণের কাজ করছে, একে অপরের সাথে শেয়ার করা যায়। ভুলত্রুটি শুধরানো যায়।’

কমমোস আর্ট ক্যাম্পের আয়োজক বিশিষ্ট লেখক ও ব্যবসায়ী তরিকুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘চট্টগ্রাম হচ্ছে সৌন্দর্যের লীলাভূমি। এখানে সমুদ্র আর পাহাড়ের মিলনমেলা ঘটে। এটিকে শিল্পীদের মনে জাগিয়ে দেওয়ার জন্য পাহাড়ের চূড়ায় এবার আর্ট ক্যাম্পের আয়োজন করেছি।’

তিনি জানান, শিল্পীদের আঁকা ছবিগুলো নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করবেন চট্টগ্রামে। প্রতিবছর এ ধরণের আয়োজন করবেন বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর