কাঁটাতার দিয়ে দুই বাংলার আন্তরিকতা আটকানো যাবে না: রাসিক মেয়র

রাজশাহী, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, রাজশাহী, বার্তা২৪.কম | 2023-08-22 10:56:27

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, সীমান্তে কাঁটাতার দিয়ে বাংলাদেশ ও পশ্চিমঙ্গের মধ্যে দাগ কাটা সম্ভব নয়। দুই বাংলার মানুষের মধ্যে যে ভালোবাসা ও আন্তরিকতা আছে, সেটা আটকে রাখা যাবে না। ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্যে গড়ে ওঠা দুই বাংলার ভ্রাতৃত্ব ছিল, আছে এবং আগামীতে আরও সুদৃঢ় হবে।

শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় শহীদ এএইচএম কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তনে সাত দিনব্যাপী তৃতীয় ‘অক্ষয়কুমার মৈত্রেয় নাট্যোৎসব-২০১৯’ -এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুজ্জামান লিটন বলেন, সাংস্কৃতিক ও নাট্যচর্চা গ্রুপের সদস্যরা নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে চর্চা অব্যাহত রেখেছেন। তারা হয়তো তেমন সহযোগিতা পায় না। সাংস্কৃতিক চর্চায় আমার সহযোগিতা বিগত সময়েও ছিল, আগামীতেও সহযোগিতা অব্যাহত থাকবে।

মেয়র জানান, আগামী ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিনব্যাপী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব আয়োজন করতে যাচ্ছি। এই ১০ দিন সাংস্কৃতিক কর্মকাণ্ডে মেতে থাকবে রাজশাহী।

প্রদীপ প্রজ্জ্বলন করে উৎসবের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত সঙ্গীতজ্ঞ পণ্ডিত অমরেশ রায় চৌধুরী। উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডাশেনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ, ভারতের গোবরডাঙ্গা নকশার নির্দেশক ও সভাপতি আশিস দাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী থিয়েটারের সভাপতি নিতাই কুমার সরকার। অনুষ্ঠানে গবেষক ও প্রাবন্ধিক অধ্যক্ষ ড. তসিকুল ইসলাম রাজাকে অক্ষয় কুমার মৈত্র সম্মাননা প্রদান করেন মেয়র ও অন্যান্য অতিথিবৃন্দ।

আগামী ৭ মার্চ এই উৎসবের সমাপনী অনুষ্ঠিত হবে। সাত দিনের এই উৎসবে বাংলাদেশ ও ভারতের বিখ্যাত সাতটি নাটক মঞ্চস্থ হবে।

এ সম্পর্কিত আরও খবর