শতাধিক বছর বাঁচার ইচ্ছে ভাষাসৈনিক আব্দুল আজিজের

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহ, বার্তা২৪.কম | 2023-08-27 23:34:52

নিজের ৮৬ তম জন্মদিনে শতাধিক বছর বেঁচে থাকার ইচ্ছা পোষণ করেছেন জীবন্ত কিংবদন্তী ভাষাসৈনিক আব্দুল আজিজ তালুকদার।

কবিগুরুর ভাষায় তিনি বলেছেন, ‘মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই’।

শুক্রবার (১ মার্চ) রাতে ময়মনসিংহের সানকিপাড়া এলাকার এসএ সরকার রোডস্থ নিজ বাসায় তার জন্মদিন উদযাপনকালে তিনি এ ইচ্ছা পোষণ করেন।

এ সময় তাঁকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সাংবাদিকবৃন্দ।



বাংলাকে মনের ভেতর ধারণ ও যথার্থ চর্চার আহ্বান জানিয়ে তরুণদের উদ্দেশে এ ভাষাসৈনিক বলেন, ‘সব সময় সত্যের পথে চলতে হবে। কেননা সৎ চিন্তা মানুষকে বাঁচিয়ে রাখে, অসৎ চিন্তা ধ্বংস আনে।’

এছাড়া তিনি সবাইকে তার জীবনের ভাষা আন্দোলন ও রাজনৈতিক গল্প শোনান।

১৯৫২ সালে নেত্রকোনা জেলা থেকে ভাষার জন্য আন্দোলনে নামেন। ভাষাসৈনিক আব্দুল আজিজ তালুকদার মুক্তিযুদ্ধের একজন সংগঠক। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ময়মনসিংহ জেলা শাখার সভাপতিও ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর