চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকারহাট এলাকায় সড়ক ও জনপথ বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে উপজেলা প্রশাসন।
রোববার (৩রা মার্চ) সকাল সাড়ে নয়টায় এই কার্যক্রম শুরু হয়ে চলবে বিকেল চারটা পর্যন্ত।
বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। তিনি বার্তা২৪.কমকে বলেন, 'সকালে স্থানীয় প্রশাসনের পাশাপাশি পুলিশ, সওজ, ফায়ার সার্ভিস, উপজেলা চেয়ারম্যানদের সম্বলিত প্রচেষ্টায় উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। ৫০ জনের অধিক শ্রমিক কাজে নিয়োজিত রয়েছেন।
অভিযান শেষে প্রথমদিনের উচ্ছেদকৃত জমির পরিমাণ নিশ্চিত করা যাবেও বলেও জানান এই কর্মকর্তা।
দীর্ঘদিন ধরে বেদখলকৃত রাস্তার দুপাশের উচ্ছেদ অভিযানের ফলে সড়ক প্রশস্তের পরিকল্পনা রয়েছে সড়ক বিভাগের।