প্রধানমন্ত্রীর নির্দেশে কেমিক্যাল ফ্যাক্টরি সরানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 19:24:00

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুসারেই কেমিক্যাল ফ্যাক্টরি সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার (৩ মার্চ) সচিবালয়ে ২৬ মার্চ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘পুরান ঢাকা থেকে কেমিক্যাল কারখানা সরিয়ে নিতে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে একটি নীতিমালা করে এগুতে চাই। এক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটির মেয়র যেভাবে চাচ্ছেন, আমরা সেইভাবে তাকে সহযোগিতা করবো।’

কতদিন নাগাদ এই নীতিমালা হবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘খুব শীঘ্রই এটা হবে। ব্যবসায়ীরা নিজেরাও কথা দিয়েছেন, নিজেরা এসব ফ্যাক্টরি সরিয়ে নেবেন।’

তিনি বলেন, ‘কেমিক্যাল কারখানার বিষয়টি অনেকগুলো মানুষের সঙ্গে সম্পৃক্ত। অপরদিকে এতোগুলো মানুষের জীবন চলে গেল। এটা জনসাধারণের সঙ্গে সম্পৃক্ত বিষয়। এখানে ব্যবসায়ীরা আপত্তি করেছেন। তবে মেয়র একটি সিদ্ধান্ত দিয়েছেন, তিনি কিভাবে তার শহরকে ভাল রাখবেন এটা তার কাজ। আমরা জাতীয়ভাবেও নির্দেশনা দিয়ে যাচ্ছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এর আগে জাতীয়ভাবে সিদ্ধান্ত দিয়েছিলাম, এই আবাসিক এলাকায় কোনো দাহ্য পদার্থের ফ্যাক্টরি থাকবে না। কিন্তু তারা সরিয়ে নেয়নি। যার খেসারত কিছুদিন আগে দিতে হলো। এইবার সিরিয়াসলি বিষয়টি দেখবো।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত প্রতিবেদন খুব স্বল্প সময়ের মধ্যে দেওয়া হবে। ইতোমধ্যে তদন্ত কাজ প্রায় শেষ হয়ে গেছে।’

তিনি বলেন, আগামী ২৫ মার্চ রাত ৯টা থেকে এক মিনিট ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। শুধু কেপিআই এলাকা এর আওতার বাহিরে থাকবে। ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথভাবে সুষ্ঠু সুন্দরভাবে পালনের জন্য নিরবিচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা থাকবে।’

এ সম্পর্কিত আরও খবর