ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল নয়

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-26 13:09:59

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল পর্যায়ে নেই বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের প্রধান সৈয়দ আলী আহসান।

আলী আহসান বলেন, 'ওনার অবস্থা একবার উন্নতি হয়, আবার অবনতি হয়। এ রকম উঠা-নামা অবস্থায় আছে। ২৪ থেকে ৭২ ঘণ্টা না গেলে বলা যাবে না, উনি স্ট্যাবল কিনা।'

তিনি বলেন, 'ওনাকে এখন পর্যন্ত যেরকম চিকিৎসা দেওয়া হচ্ছে, এটা সর্বাত্মক চিকিৎসা। যত রকম সোর্স আছে সব ইউটিলাইজ করা হচ্ছে। ওনার জন্য প্রাণপণ চেষ্টা করা হচ্ছে।'

শারীরিক অবস্থায় বিষয়ে তিনি বলেন, 'একটা ক্রিটিক্যাল ব্লক থাকায় সেটার চিকিৎসা করেছি। আরেকটা ৮০ পার্সেন্ট আর বাকিটাতে আগে থেকেই হার্ট অ্যাটাকের হিস্ট্রিতে ছিল। সেটা পুরোপুরি ব্লক আছে।'

জীবন শঙ্কায় আছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, 'উনি যেহেতু ভেন্টিলেটেরে আছেন, জীবন শঙ্কায় বলতে পারেন না, বলা যাবে না। সিঙ্গাপুরে নেওয়ার মতো পর্যায়ে নেই। এখন বলা যাচ্ছে না এটা সিচুয়েশন বলবে। আমি বলবো, ওনাকে এখন সিঙ্গাপুরে পাঠানো যাবে না।'

প্রসঙ্গত, গুরুতর অসুস্থ অবস্থায় ওবায়দুল কাদেরকে রোববার (৩ মার্চ) সকাল সাড়ে সাতটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি করা হয়।

এ সম্পর্কিত আরও খবর