চট্টগ্রামে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম | 2023-06-27 06:19:42

চট্টগ্রামে ১০০ পিস স্বর্ণের বার সহ ২ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৩ মার্চ) সকালে চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকার সাতরাস্তার মোড় থেকে একটি প্রাইভেটকার সহ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ সময় লাভু সাহা (৫৯) এবং বিল্লাল হোসেন ( ২৮) নামে দুজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। উদ্ধারকৃত স্বর্ণের পরিমাণ ১১ কেজি ৬৬২ গ্রাম। ২২ ক্যারেটের এসব স্বর্ণের বাজার মূল্য ৪ কোটি ৪৫ লাখ টাকা।

আটককৃত লাভু সাহা নারায়ণগঞ্জ জেলার মৃত পরেশ চন্দ্রের ছেলে এবং বিল্লাল হোসেন শরীয়তপুর জেলার হাশেম সওদাগরের ছেলে।

বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (বন্দর জোন) এস এম মোস্তাইন হোসেন। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সিআরবি এলাকা থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে। স্বর্ণের বারগুলো চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জের দিকে নিয়ে যাচ্ছিল তারা।

তিনি আরও জানান, স্বর্ণের বারগুলো বিশেষ কায়দায় বহন করছিলেন লাভু সাহা। তিনি নিজেকে লবণের ব্যবসায়ী বলে দাবি করেন। স্বর্ণের বারগুলো চট্টগ্রামের বদনা শাহ মাজার এলাকা থেকে বহন করে নিয়ে যাচ্ছিলেন। তবে কার কাছ থেকে সংগ্রহ করেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ সম্পর্কিত আরও খবর